• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পুলিশের ছোরা গুলি সাংবাদিক পুত্রের গায়ে এখনো রয়েগেছে। 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম;
পুলিশ, ছোরা, গুলি, সাংবাদিক, পুত্র, গায়ে, এখনো, রয়ে,গেছে,
পুলিশের ছোরা গুলি সাংবাদিক পুত্রের গায়ে এখনো রয়েগেছে। 

নারায়ণগঞ্জ বিশেষ প্রতিনিধি :  স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে  নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্র-জনতা আন্দোলনের ডাকে ৩ নং ওয়ার্ডের মুক্তিনগর ক্যাপিটাল স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র সাকিন নাজির (১৪) আন্দোলনে  অংশ নিলে সেখানে পুলিশে ছোরা গুলিতে পিঠে ও হাতের কব্জিতে গুলি লেগে আহত হয়। সে সাংবাদিক মো. মনিরুল আলমের এক মাত্র ছেলে। তার বাবা বর্তমানে গ্লোবাল টেলিভিশনে নারায়ণগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছে। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

পরিবার সূত্রে জানা যায়, গত ২ ই আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের ডাকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনে বিকেলে  অংশ নিলে পুলিশের ছোরা গুলিতে পিঠে ও হাতের কব্জিতে গুলি লেগে  আহত হয়। প্রথমে চিকিৎসা নিয়ে পিঠের গুলি বের করলেও হাতের কব্জিতে থাকা গুলি এখনো বের করা সম্ভব হয়নি। গুলি বের করার জন্য নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন ঢাকার পিজি অথবা পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে পরে পিজি হাসপাতালে তারা প্রাথমিক ভাবে চেষ্টা করলেও গুলি বের করতে পারে নাই। তারা জানিয়েছেন এই গুলি মেশিনের সাহায্য বের করতে হবে। অন্যথায় সম্ভব না। পরে সেখানকার চিকিৎসক ছাত্রের বাবাকে  জানালেন তাদের মেশিন নষ্ট হয়েছে গেছে, ঠিক হলে তারা ফোন দিয়ে জানাবেন কিন্তু ১৫ দিন পর ওই  চিকিৎসকের কাছে ছাত্রের যোগাযোগ করা হলে তিনি জানান আরও সময় লাগবে। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

এ বিষয়ে ছাত্রের বাবা সাংবাদিক মনিরুল আলম জানান ডাক্তারের অবহেলায় আমার ছেলের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে তাই ছেলের পাশে দাড়ানোর জন্য ছাত্র সমন্নয়কদের সাহায্যের  আহবান জানালেন তিনি। যোগাযোগ  মাধ্যম :-  01711440165।. .

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ